AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেনে-শুনেই চুম্বন দৃশ্য করেছি: হিয়া


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৩১ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
জেনে-শুনেই চুম্বন দৃশ্য করেছি: হিয়া

উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নির্মিত ‘তালমার রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিরিজে ‘জাহানারা’ অর্থাৎ ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় রয়েছেন তরুণ অভিনেত্রী হিয়া রায়। সিরিজটিতে তাকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখে গেছে। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে এই সিরিজটি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। হিয়া জানান, সিরিজটিতে যে চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্য থাকবে, সেটা আগেই জানতেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছেন তারা।

No photo description available.
অভিনেত্রী বলেন,‘দৃশ্যটি কেমন হবে আগে থেকেই জানতাম। ওয়ার্কশপে বলা হয়েছিল শুটিং কেমনভাবে হবে। চুম্বন দৃশ্য সত্যিকারের ছিল। তবে অনেক শট টেকনিক্যালি নেওয়া। আর আমি মনে করি চরিত্রের প্রয়োজনীয়তা থাকলে সেটা করা যেতে পারে। তবে অবশ্যই তার একটা পরিসীমা রয়েছে। আমার পরিচালকেরা কখনো আমাকে সেই সীমা অতিক্রম করতে বলেননি, ফলে সমস্যাও হয়নি। তা ছাড়া দেবদত্তর (সিরিজের সহ–অভিনেতা) সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। এক জায়গায় বাড়ি। দুজনের খুব ভালো বন্ডিং আমাদের। তাই শুটিং করতে সমস্যা হয়নি কখনো।’

No photo description available.
এই সাক্ষাৎকারে সিরিজটি দেখার পর তার পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন হিয়া। হিয়ার ভাষ্যে, ‘একজন শিল্পীর মা-বাবা হতে গেলে তাদের একটু বোঝা উচিত। আমার বাবা-মা সেটা বুঝেছেন। আমাকে সাপোর্টও করেছেন। এটার মধ্যে খারাপ কিছু তো ছিল না। আমি পুরোটাই চরিত্রের জন্য করেছি। সেখানে তাদের কোনো আপত্তি নেই।’ হিয়া মনে করেন, কে কী ভাবল, এটা সব সময় মাথায় রাখলে কাজ করা কঠিন হয়ে যাবে। তিনি বলেন, ‘লোকের কথা ভাবলে এই দুনিয়ায় কাজ করাটা মুশকিল হয়ে যাবে। আমি ছোটবেলা থেকে কখনোই লোকে কী ভাবছে অত ভাবি না।’

 

একুশে সংবাদ//দে.রূ//র.ন

Link copied!