সংগীত, চলচ্চিত্র শিল্প এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন, যমুনা টিভির সিইও, সাংবাদিক ফাহিম আহমেদ এবং অভিনয় শিল্পী জয়া আহসান। আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এ সন্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবির সভাপতি এনাম সরকার। একই অনুষ্ঠানে আজীবন সন্মাননা তুলে দেওয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে।
এছাড়া ২০২৩ সালে সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বছর সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হবেন দেশ সেরা তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :