AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝড় তুলেছে দেবের ‘খাদান’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৫৩ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৪
ঝড় তুলেছে দেবের ‘খাদান’

টালিউড সুপারস্টার দেব অভিনীত ‘খাদান’ সিনেমার শোয়ের সংখ্যা মুক্তির পরের দিন থেকে বেড়েছে। এবারের বড়দিন উপলক্ষ্যে টালিউড তারকা দেবের ‘খাদান’ সহ ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকও সিনেমা দেখতে হলমুখী হয়েছেন। এ দৃশ্য দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে দিলেন বিশেষ বার্তা।


সিনেমাগুলো মুক্তির আগে চলচ্চিত্র বোদ্ধারা মনে করেছিলেন ‘পুষ্পা-২’র কারণে দাঁড়াতে পারবে না। কিন্তু প্রথম দুদিনের পর্যবেক্ষণে দেখা গেছে ‘খাদান’বেশ এগিয়ে রয়েছে।


‘খাদান’র মাধ্যমে প্রায় ১০ বছর পর মূল ধারার বাণিজ্যিক সিনেমায় দেবের প্রত্যাবর্তন হয়েছে। টালিউডের একটি সূত্রে জানা গেছে, দেবকে যারা ‘বাণিজ্যিক’ সিনেমা তারকা রূপে এতদিন দেখতে চেয়েছেন, তারা সিনেমা দেখতে হলে আসছেন। আজ (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, অনুরাগী ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন তিনি। এতে দেব লেখেন, ‘আমি দর্শকের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করার ভাষা হারিয়েছি। “চাঁদের পাহাড়” এবং “অ্যামাজন অভিযান”র পর “খাদান” সে রকম প্রতিক্রিয়া পেয়েছে। যেখানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্যবসা বেশি। প্রত্যেক দিন নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’


দেব তার পোস্টে দেব লেখেন, ‘কীভাবে নিজের আবেগ ভাষায় প্রকাশ করব, তা জানি না। আমার দর্শকেরা খুশি, তাই আমিও খুশি। শুধু আমি নই। “খাদান’র মাধ্যমে বাংলা সিনেমার প্রত্যাবর্তন হলো।’


জানা গেছে, দেবের ‘খাদান’ মুক্তির দুদিনে নাকি ২ কোটি রুপি ব্যবসা করেছে। আজ কলকাতায় ‘খাদান’র একাধিক শো হাউসফুল দেখা গেছে। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি বললেন, ‘শুরু থেকেই টিকিট বিক্রি দারুণ। বিকেলে আমার হলে ‘খাদান’-এর শো হাউসফুল। আগামী কয়েক দিনও আশা করছি হাউসফুল হবে।’’ নবীনায় ‘খাদান’র পাশাপাশি চলছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। অনেক দিন পর একটি দক্ষিণী এবং বাংলা সিনেমা একই সঙ্গে মহাসমারোহে ব্যবসা করছে।

 

একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!