AB Bank
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজের বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন শান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৫০ এএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
নিজের বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন শান

বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন শান। গায়ক ও তার পরিবার এখন সুরক্ষিত। কিন্তু ভোররাতের ওই ঘটনায় খানিক ভয় পেয়ে যান শান। আতঙ্ক তাড়া করছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বান্দ্রা ওয়েস্ট এলাকায় অবস্থিত ভবনটির ১১ তলায় বাস করেন শান। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর দমকল বাহিনীকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছে তারা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।


শান জানিয়েছেন, আগুন লাগার পর পরিবার নিয়ে ১৫ তলায় আশ্রয় নিয়েছিলেন। দমকল ও পুলিশকর্মীরা এসে তাদের উদ্ধার করেন। শান বলেন, ‘‘সকলকে জানাতে চাই আমরা এখন ঠিক আছি, আমাদের আবাসনের ৭ তলায় আগুন লেগে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এমন ভয়ঙ্কর ঘটনা অল্প কথায় বলে বোঝাতে পারব না। এখন বাড়ির ফেরার অপেক্ষায় রয়েছি। অনেক ধন্যবাদ মুম্বাই পুলিশ ও দমকল বাহিনীকে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ করার জন্য।’’


এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে লেগছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে এ বিষয়ে।

 

একুশে সংবাদ//ঢা.মে//র.ন

Link copied!