সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে নিহতের পরিবারকে ২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লু অর্জুনের পরিবার। বুধবার (২৫ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছেন অভিনেতার বাবা প্রযোজক আল্লু অরবিন্দ। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান, অর্ধেক টাকা (১ কোটি রুপি) প্রদান করবেন তাঁর ছেলে আল্লু অর্জুন এবং বাকিটা বহন করবে পুষ্পা-২’র প্রযোজক, পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্স।
আর্থিক এই ক্ষতিপূরণের বিষয়টি দেখভাল করছেন তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারপারসন দিল রাজু। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আল্লু অরবিন্দ।
অভিনেতার বাবা আরও জানিয়েছেন, তিনি ছেলেটির চিকিৎসা করা ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ভেন্টিলেটর খোলা হয়েছে জেনে আমরা খুশি হয়েছি এবং সে নিজে থেকে শ্বাস নিতে পারছে। ডাক্তাররা ইতিবাচক... আমাদের বিশ্বাস ও দোয়া রয়েছে, সে শিগগিরই আমাদের সাথে হাঁটবে।’
এদিকে, গণমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী তেজার বাবা ভাস্কর বলেন, ‘২০ দিন বাদে আমার ছেলে সাড়া দিয়েছে। আল্লু অর্জুন ও তেলঙ্গানা সরকার আমাদের পাশে রয়েছে, সাহায্য করছে।’
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারী মারা যান। এ ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন। সেদিনই অবশ্য আদালতে অন্তর্বতী জামিন পান তিনি। যদিও অভিনেতাকে একরাত জেলে থাকতে হয়েছিল।
একুশে সংবাদ//ই.পে//র.ন
আপনার মতামত লিখুন :