AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তবে কি ভেঙে গেল সুহানা-অগস্ত্যর প্রেম!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৩৯ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৪
তবে কি ভেঙে গেল সুহানা-অগস্ত্যর প্রেম!

শাহরুখ খান কন্যা সুহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেম জমে ক্ষীড় অনেক দিন ধরেই। শাহরুখ-অমিতাভের ভক্তরা ধরেই নিয়েছিলেন, হয়তো পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন বচ্চন ও খান পরিবার। কিন্তু সেই আশায় যেন গুড়েবালি! গুঞ্জন উঠেছে, বর্তমান সময়ের চর্চিত এই লাভ বার্ডসের প্রেম নাকি ভাঙতে বসেছে। আর তাই আলাদা হয়ে ক্রিসমাস সেলিব্রেশন করলেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, এবার সুহানা ও অগস্ত্য সবাইকে অবাক করে দুজনে দু জায়গাতে পার্টি করেন। বলিউড তারকাদের জন্য নিজ বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জোয়া আখতার। সেখানে ভাবনা পাণ্ডে, ফারহান আখতার, তার স্ত্রী শিবানী দান্ডেকর, জাভেদ আখতার, মাহিপ কাপুর, শাহিদ কাপুর, ঈশান খাট্টরের মতো তারকারা একত্রিত হন। আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। এদিকে অমিতাভের নাতি অগস্ত্য আবার গিয়েছিলেন কাপুরদের বড়দিনের পার্টিতে।

সুহানা-অগস্ত্যর প্রেম কি ভেঙে গেল?

পার্টিতে অগস্ত্য-সুহানার আলাদা অবস্থান নিয়ে অনুরাগীদের মাঝে শুরু হয়েছে তাদের প্রেম ভাঙার জল্পনা। এর পেছনে আরো কিছু কারণ রয়েছে। যেমন কয়দিন আগে সালমান খানের বাড়ির একট পার্টিতেও আলাদা আসেন এই দুই স্টারকিড। সালমান খানের ছোট ভাই সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনে এসেছিলেন সুহানা-অগস্ত্য দুজনেই, তবে একসঙ্গে সামনে আসেননি। সে থেকে জল্পনা, সম্পর্ক গভীর হওয়ার আগেই কি তা ভাঙতে যাচ্ছে?

‘দ্য আর্চিস’ ছবি দিয়ে সুহানার সঙ্গে আত্মপ্রকাশ করেন অগস্ত্যও। শোনা যায় সেখান থেকেই দুজনের প্রেমের শুরু। তাদের সম্পর্ক চর্চায় আসে বিশেষ করে যখন জয়া বচ্চনের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে দেখা যায় সুহানাকে। শুধু তাই নয়, একবার অগস্ত্য, তার মা শ্বেতা নন্দা ও সুহানা গিয়েছিলেন কফি ডেটে। সেই ছবিও ভাইরাল হওয়ার পরই প্রেম গুঞ্জ তুঙ্গে ওঠে।
 

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!