মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর একসময় বেশ আলোচিত ছিলেন তাদের প্রেমের সম্পর্ক নিয়ে। তবে ২০২৪ সালের শুরুতে তাদের আলাদা হওয়ার খবর প্রকাশ পায়, যা মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
অর্জুন কাপুর সম্প্রতি একটি পাবলিক ইভেন্টে নিশ্চিত করেছেন, তিনি এখন সিঙ্গেল। এই ঘোষণার পর, মালাইকা অবশেষে তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। মালাইকা জানান, তিনি তার জীবনের কিছু দিক ব্যক্তিগত রাখতে চান এবং তাই অর্জুনের দেওয়া বিবৃতি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান মালাইকা।
মালাইকা আরও বলেন, ‘অতীতে আমার যা কিছু ভুল হয়েছে, সেগুলো ভুলে গিয়ে আমি নতুন বছরে নতুনভাবে পথ চলা শুরু করতে চাই।’ এ সময় মালাইকা তার ভক্তদেরও নতুন বছরের শুভকামনা জানান।
সর্বশেষ মালাইকা আরোরাকে ‘এক নম্বর’ শিরোনামের সিনেমার একটি আইটেম গানে নৃত্য করতে দেখা যায়। অন্যদিকে, অর্জুন কাপুর ‘সিংঘাম এগেইন’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :