মিউজিক ভিডিওর মডেল হিসেবে পরিচিতি পান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। তবে নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। চলতি বছর খুব একটা বেশি কাজ করেননি শাকিলা। বছর শেষে বড় আয়োজনে একটি মিউজিক ভিডিওর শুটিং করলেন। এফডিসিতে সেট ফেলে ‘সখী’ শিরোনামে গানটির ভিডিও ধারণ করা হয়েছে।
এই গানটি এখন পর্যন্ত ১৫ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির কথা ও সুর ছিল জিসান খান শুভর।
মোহাম্মদ আলীর লেখা ও আলভী আল বেরুনীর সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও কর্ণিলা। আর সখী গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা। এ ব্যাপারে শাকিলা পারভীন বলেন, ‘চলতি বছরে বেশি কাজ করা হয়নি। আমার বাবা একটু অসুস্থ। তাকে অনেক সময় দিতে হচ্ছে। তা ছাড়া মাঝে বেশ কয়েক মাস কাজ তো এমনিতেই বন্ধ ছিল। তবে সামছুল হুদা ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। তিনি মিউজিক ভিডিও নির্মাণে একজন বিচক্ষণ নির্মাতা। ভীষণ গুছিয়ে কাজ করেন।
শাকিলা এর আগে ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী রনির ‘দিলে মারলি ঝাটকা’ গানের মডেল হয়েছিলেন ইমতু রাতিশের সঙ্গে।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :