AB Bank
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দার মেয়ের মন্তব্যে বিতর্ক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৫০ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
গোবিন্দার মেয়ের মন্তব্যে বিতর্ক

‘হাউটারফ্লাই’ নামের এক সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে গোবিন্দাকন্যা টিনা আহুজা বলেন, ‘আমি আমার বেশিরভাগ সময় চণ্ডীগড়ে কাটিয়েছি। মুম্বাইর মতো শহরের অনেককে বলতে শুনেছি ক্র্যাম্পস হয়, এই হয়, সেই হয়। এর অর্ধেক তো এমন দলের মধ্যে থেকে হয় যারা এটা নিয়েই সবসসময় কথা বলতে থাকেন, এতে তো যার ব্যথা হয় না তিনিও এগুলো নিয়ে ভাবতে শুরু করে দেন। মানসিকভাবে হতে থাকে এমনটা।’


গোবিন্দাকন্যা আরও বলেন, ‘পাঞ্জাব বা অন্যান্য ছোট শহরের নারীরা তো জানতেই পারেন না কখন পিরিয়ড হল বা মেনোপজ হয়ে গেল। হয়তো আমার শরীর দেশি। আমার কখনও ব্যথা হয়নি। একেবারে পারফেক্ট ২৮ দিনের সাইকেল। কিন্তু এখানে আমি দেখে সবসময় মেয়েরা এটা নিয়েই কথা বলছে। ঘি খান, এত ডায়েট করার দরকার নেই, রাতে ভালো করে ঘুমান, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এত শুনে শুনে না হওয়া সমস্যাও হয়ে যায়।’


টিনার এমন মন্তব্যেই শোরগোল। অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের বক্তব্য, ঋতুস্রাবের ব্যথা যাদের হয় তারাই বোঝেন এর যন্ত্রণা। প্রতি মাসেই এই ব্যথা সহ্য করতে হয়। বিশেষ করে প্রথম এক, দুই দিন কোমরটা যেন ধরে থাকে। কিছুতেই ছাড়তে চায় না। এমন যন্ত্রণা সহ্য করেই অনেকে কাজে যান, বাড়ির কাজ করেন। ফলে এই যন্ত্রণা নিয়ে এমন কথা বলা গোবিন্দাকন্যার একেবারেই উচিত হয়নি। প্রসঙ্গত, বলিউডে হাতেগোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন টিনা। এই তালিকায় ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’, ‘মিলো না তুম’-এর মতো ছবি রয়েছে। তবে অভিনয়ের মাধ্যমে এখনও তিনি নজর কাড়তে পারেননি।

 

একুশে সংবাদ//যু//র.ন

Link copied!