AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন বছরে ৪ সিনেমা নিয়ে প্রস্তুত কিয়ারা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৫৮ পিএম, ১ জানুয়ারি, ২০২৫
নতুন বছরে ৪ সিনেমা নিয়ে প্রস্তুত কিয়ারা

অভিনয় দক্ষতার মাধ্যমে বলিউডে নিজের পরিচিতি অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। নতুন বছরে এরই ধারাবাহিকতায় ভক্তদের চমক দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। কিয়ারা অভিনীত ৪টি বিগ বাজেট সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ২০২৫ সালে।


ওয়ার ২ : যশ রাজ ফিল্মসের ‘ওয়ার’ ছিল একটি বড় হিট সিনেমা। এ সিনেমায় অভিনয় করেছেন হৃত্বিক রোশান ও টাইগার শ্রফ। ছবিটি প্রোডাকশন হাউসের স্পাই ইউনিভার্সের একটি অংশ ছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার আবারও নির্মিত হতে যাচ্ছে ছবিটির সিক্যুয়েল ‘ওয়ার ২’। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।

Kiara Advani Stylish Golden Color Saree – Salai Kadai
ডন ৩ : ‘ডন ৩’ চলচ্চিত্রটি নিয়ে নানা গুজব শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এবং পরবর্তী সময়ে ফারহান আখতার সিনেমাটির তথ্য নিশ্চিত করেন। এই চলচ্চিত্রটিতে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের পর ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে রণবীর সিং অভিনয় করতে চলেছেন এবং তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি।

Kiara Advani Gives Desi Girl Vibes In Vibrant Yellow Saree And Jhumkas, See  The Diva‍‍`s Gorgeous Saree Looks - News18
গেম চেঞ্জার : ‘গেম চেঞ্জার’ কিয়ারা আদভানির ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত একটি ছবি। এটি একটি তেলেগু রাজনৈতিক থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন এস শঙ্কর এবং ২০২৫ সালের ১০ জানুয়ারি এটি মুক্তি পেতে চলেছে।

Kiara Advani | Web Stories | Manorama Online
টক্সিক : কিয়ারা আদভানির আসন্ন সিনেমাগুলোর মধ্যে আরেকটি আকর্ষণীয় সংযোজন হলো কন্নাড় অ্যাকশন ফিল্ম ‘টক্সিক’। যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াশ। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গীতু মোহানদাস এই ছবিটি পরিচালনা করছেন। এই চলচ্চিত্রটি গোয়ার মাদক চক্রের ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কিয়ারাকে প্রথমবারের মতো ইয়াশের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে, যা অভিনেত্রীর ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করতে চলেছে। ছবিটির শুটিং ২০২৪ সালের গ্রীষ্মে শুরু হয়। সিনেমাটিতে ইয়াশ ও কিয়ারার পাশাপাশি নয়নতারা, ড্যারেল ডি সিলভাসহ আরও অনেকে অভিনয় করেন। ২০২৫ সালের ১০ এপ্রিল এটি মুক্তির কথা রয়েছে।

Kiara Advani: A Photo Fit for a Queen | Kiara Advani: A Photo Fit for a  Queen
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা যায়, কিয়ারা আদভানি রণবীর সিংয়ের সঙ্গে একটি স্টাইলিশ চরিত্রে পর্দা ভাগ করবেন, যার কাহিনিও হবে বিনোদনমূলক। ছবিটি ২০২৫ সালে সবচেয়ে আলোচিত মুক্তি হতে চলেছে বলে আশা করা হচ্ছে।


একুশে সংবাদ//কা.বে//র.ন

Link copied!