ভক্তদের সুখবর দিলেন ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফকে বছরের শুরুতেই বিয়ে করেছেন তিনি।বুধবার (১ জানুয়ারি) পরিবার, আত্মীয় স্বজন আর বলিউড তারকাদের উপস্থিতিতে প্রেমিকাকে বিয়ে করেন আরমান। প্রেমিকা আশনা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।
বিয়ের পর বিশেষ মুহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন শিল্পী। হিন্দিতে ক্যাপশনে লেখেন, তু হি মেরা ঘর। যার বাংলা অর্থ তুমিই আমার ঘর।
দীর্ঘদিনের প্রেমিকা আশনাকে ২০২৩ সালে বিয়ের প্রস্তাব দেন আরমান। সে বছরের আগস্টেই বাগদান সারেন। বাগদানের প্রায় দেড় বছর পর নতুন বছর ২০২৫ সালের শুরুতেই সাত পাঁকে বাধা পড়েন নতুন এ জুটি। বিয়ের মন্ডপে কমলা রঙের লেহেঙ্গা ও আর পান্না খচিত গয়নায় সেজে এসেছিলেন আশনা। অন্যদিকে বিয়েতে পিচ রঙের শেরওয়ানিতে দ্যুতি ছড়িয়েছেন আরমান।
একুশে সংবাদ//স.টি//র.ন
আপনার মতামত লিখুন :