শিল্পী বশির আহমেদ ও মীনা বশির পরিবারের চারজন এবারই প্রথম চ্যানেল আই এর রূপান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা হলেন- কন্যা শিল্পী হোমায়েরা বশির, জামাতা মাসুদ ইকবাল, পুত্র শিল্পী রাজা বশির, পুত্রবধূ রুনা বশির। উপস্থাপনায় ছিলেন পুনম প্রিয়ম।
নতুন বছরের দ্বিতীয়দিন বৃহস্পতিবার (২রা জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচারিত হয়। অনুষ্ঠানটি নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উপস্থাপক পুনম প্রিয়ম বলেন- বশির আহাম্মেদের পরিবারের চারজন সদস্যকে রূপান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত করতে পেরে আমার খুব ভালো লাগছে।
এসময় রাজা বশির বলেন, অনেকদিনের স্বপ্ন ছিল সপরিবারে একটি অনুষ্ঠান করব আজ সেটা সত্যি হল, বাবা-মাকে এবং আমার ভাগনা সারগমকে খুব মিস করছি।
রুনা বশির বলেন, আমি বাবার কাছে গান শিখেছি, আজ এই অনুষ্ঠানে সপরিবারে অংশগ্রহণ করতে পেরে অনেক সম্মানিত বোধ করছি।
মাসুদ ইকবাল বলেন, জীবনে কখনো ভাবিনি আমি এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আজ সত্যিই এই পরিবারের সদস্য বলে নিজে গর্ববোধ করছি।
হোমায়েরা বশির বলেন, আমার পরিবারের পক্ষ থেকে চ্যানেল আই এবং পুনম প্রিয়ম আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য। সবাই আব্বা আম্মার জন্য দোয়া করবেন ওনারা যেন জান্নাতবাসি হন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :