অবশেষে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন মেকওভার আর্টিস্ট। গতকাল ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান।
তাহসানের স্ত্রী রোজা আহমেদ যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে সেখানেই রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান শুরু করেছেন।
তাহসান খান বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পী, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। আর রোজা এক দশকেরও বেশি সময় ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ের কনে সাজান। অনেকে তার কাছে মেকওভার শিখে ক্যারিয়ার গড়েছেন।
প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তিনি প্রথম বিয়ে করেন মিথিলাকে। ২০১৭ সালের ৪ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই দিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি।
একুশে সংবাদ//জা.নি//র.ন
আপনার মতামত লিখুন :