AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাহসানের শ্বশুর যুবলীগ নেতা ‘পানামা ফারুক’


Ekushey Sangbad
বরিশাল জেলা প্রতিনিধি
১১:১২ এএম, ৫ জানুয়ারি, ২০২৫
তাহসানের শ্বশুর যুবলীগ নেতা ‘পানামা ফারুক’

জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে । তাহসান-রোজার ছবি শেয়ার করে নেটিজেনরা ক্যাপশন জুড়ে দিচ্ছেন, ‘তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে’। তবে চাঁদেরও কলঙ্ক থাকে সেটিই যেন তাহসানের পিছু ছাড়ছে না। হঠাৎ করেই রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।


নেটিজেনরা বলছেন, রোজার বাবা পানামা ফারুকই বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী, যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।


স্থানীয়রা জানায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে। তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী।


২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন।


২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল।


তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।


১০ বছর পর তাহসানের বিয়ের খবরে আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

 

একুশে সংবাদ//ই.পে//র.ন

Link copied!