মার্কিন র্যাপার-গায়িকা নিকি মিনাজের সাবেক ট্যুর কর্মচারী ব্র্যান্ডন গ্যারেট নামের ব্যক্তি দাবি করেছেন, ২০২৩ সালের এপ্রিলে ডেট্রয়েটের একটি কনসার্টে একাধিকবার গায়িকার হাতে মারধরের শিকার হয়েছেন তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র আদালতে দাখিল করা নথিতে ব্র্যান্ডন গ্যারেট বলেছেন যে, গত বছর র্যাপারের পিঙ্ক ফ্রাইডে টু সফরে প্রতিদিনকার ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন তিনি। ২১ এপ্রিল লিটল সিজারস এরেনায় মঞ্চে পেছনে ঝগড়ার সময় তাকে শারীরিকভাবে আক্রমণ করেন মিনাজ।
মামলার এজহারে গ্যারেট দাবি করেছেন, তাঁকে সেদিন মিনাজের ড্রেসিং রুমে ব্যাকস্টেজে ডাকা হয়েছিল, সেখানে তাঁর সাথে আরেক জন ট্যুর কর্মচারী (আতিথেয়তা ব্যবস্থাপক) লুক মন্টগোমারি ছিল, মিনাজের জিনিসপত্র এক জায়গায় তুলে রাখছিলেন তিনি, কারণ তার আরও কিছু ট্যুর রয়েছে।
তা দেখে গ্যারেটের ওপর মেজাজ হারান নিকি মিনাজ। গালিগালাজ করতে থাকেন অনর্গল। স্বামীর কথা বলে হুমকি-ধামকিও দিতে থাকেন। মিনাজ তখন চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং মন্টগোমারিকে বলেন যে, তিনি কী ধরনের জিনিসপত্র এবং কখন তুলে রেখেছিলেন—এ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন। কিন্তু যখন মন্টগোমারি মনে করতে পারলেন না, মিনাজ তখন চিৎকার করে তার ফোনটি খুঁজে না পাওয়া পর্যন্ত দেখতে বলেন।
অভিযোগ অনুসারে, বিষয়গুলো ক্রমাগত বাড়তে থাকে এবং বাদীকে তার মুখের ডান দিকে আঘাত করেন মিনাজ। মাথা ধরে পেটছনে টান দেন এবং গ্যারেটের মাথার টুপি উড়ে যায়। গ্যারেট দাবি করেছেন যে, সেই মুহূর্তে মিনাজের নিরাপত্তা দলের বেশ কয়েকজন সদস্যও চড়াও হয়েছিল। এর আগে র্যাপার বাদীর ডান হাতের কব্জিতে আঘাত করেন এবং বাদীর হাতের নথি মেঝেতে ছিটকে দেন।
এইসব ঘটনার পর হোটেলে ফিরে যান গ্যারেট। কয়েকদিনের জন্য তিনি এই আঘাতের যন্ত্রণা ও ট্রমায় ভুগেন। পরে আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে রিপোর্ট দায়ের করতে ডেট্রয়েটে ফিরে যান।
একুশে সংবাদ/ই.টি///র.ন
আপনার মতামত লিখুন :