লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে হলিউডের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বসে নেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি উদ্বেগে-আতঙ্কে আছেন। প্রিয়াঙ্কা চোপড়া স্বামী নিক জোনাসের সঙ্গে বিগত কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন।
বুধবার রাতে তার বেভারলি হিলসের বাংলো বাড়ির বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী, তা দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা বেশ আতঙ্কিত হয়েছে।
বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই তার প্রার্থনা, ‘রাতে যেন আমরা সকলে সুরক্ষিত থাকি।’
অভিনেত্রীর আরও বলেন, ‘এই দাবানল থামাতে যারা প্রথম থেকে লড়াই করছেন। দিন রাত এক করে যারা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’
একুশে সংবাদ//ঢা.প//র.ন
আপনার মতামত লিখুন :