অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রযোজক-নির্মাতা মো. ইকবাল হোসেন জয়। এ তথ্য নিশ্চিত করেছে ইকবালপুত্র সুনান।
সুনান বলেন, গত কয়েক দিন ধরে আব্বু অসুস্থ। জ্বর-ঠান্ডা কিছুতেই সারছে না। হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে পড়লে সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই। দুই দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাসায় নিয়ে যাওয়া যাবে। ডাক্তার জানিয়েছে গুরুতর কিছু হয়নি। সবাই বাবার জন্য দোয়া করবেন।
প্রযোজক ইকবালের তত্ত্বাবধানে নির্মাণাধীন রয়েছে ‘বিট্রে’ ও ‘ডেস্ট্রয়’ নামের সিনেমা দুটি। চলতি বছর সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। প্রযোজনার পাশাপাশি এসব সিনেমার নির্মাতাদের সঙ্গে থেকে নির্মাণ কাজও শিখেছেন তিনি। পরিচালক হিসেবে নাম লেখিয়েছেন ‘কিলহিম’ ছবি দিয়ে। এরপর ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা নির্মাণ করেছেন।
একুশে সংবাদ//আ.টি//র.ন
আপনার মতামত লিখুন :