আরও এক বার অস্কার মনোনয়ন ঘোষণা পর্ব পিছিয়ে গেল। নেপথ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ অগ্নিকাণ্ড। অ্যাকাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত বিষয়টি মাথায় রেখে তারা এক সপ্তাহের জন্য মনোনয়ন ঘোষণা পিছিয়ে দিয়েছেন।
সোমবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে অ্যাকাডেমি। সংস্থার সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াংয়ের দেওয়া সেই যৌথ বিবিৃতিতে লেখা হয়েছে, ‘‘আমরা অগ্নিকাণ্ড এবং তার ফলে অগণিত ক্ষতিগ্রস্ত মানুষকে দেখে বিচলিত।’’
অ্যাকাডেমি জানিয়েছে, সিনেমাজগতের অংশ হিসেবে তারা সব সময়েই ঐক্যের পথে হাঁটে এবং এই কঠিন সময়ে সকলের পাশে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত তারা। অ্যাকাডেমি আরও জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি পরবর্তী মনোনয়ন প্রকাশ করা হবে। তার আগে নিয়ম মেনে চলবে ভোটদান পর্ব। তবে ভার্চুয়াল মাধ্যমে প্রকাশ করা হবে মনোনয়ন। সেখানে কোনও অতিথি বা সংবাদমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না।
অস্কারের মনোনয়ন প্রকাশ পর্ব পিছিয়ে গেলেও মূল অনুষ্ঠানস্থল এখনও অপরিবর্তিত রয়েছে। আগামী ২ মার্চ (আমেরিকান সময় অনুসারে) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ২০২১ সালে অতিমারির জন্য অস্কারের মনোনয়ন পর্ব পিছিয়ে দেওয়া হয়েছিল।
লস অ্যাঞ্জেলেসের দাবানলে এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। হাজার হাজার বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। আমেরিকার ইতিহাসে এটিই হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করছেন ক্যালিফর্নিয়ার গভর্নর গভিন নিউসম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :