AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকুনগুনিয়ায় আক্রান্ত অভিনেত্রী সামান্থা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৩৮ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
চিকুনগুনিয়ায় আক্রান্ত অভিনেত্রী সামান্থা

ব্যথায় জর্জরিত তিনি। শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়ছেই না! আবারও অসুস্থ সামান্থা রুথ প্রভু। খবর, এ বার তাকে কাবু করেছে চিকুনগুনিয়া। যার জেরে প্রতিটি অস্থিসন্ধিতে প্রবল ব্যথা তার। নায়িকা একেবারে শয্যাশায়ী। টানা চিকিৎসা চলছে। এ খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দক্ষিণী তারকা।

যদিও অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত তিনি। তাই চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন, সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম। আর ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, “অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।”

Samantha Ruth Prabhu responds to TheLiverDoc‍‍`s call for her to be ‍‍`thrown  in prison‍‍` for being a ‍‍`health and science illiterate‍‍`: ‍‍`Shall be more  careful‍‍` | Bollywood News - The Indian Express

পাশাপাশি এও জানিয়েছেন, শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশিই হয়েছেন। তা বলে এ ভাবেও বেশি দিন কাটাতে রাজি নন। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চাইছেন।

কারণ, হাতে অনেক কাজ। নতুন বছরে তাকে কোন কোন রূপে দেখবেন অনুরাগীরা? অভিনেত্রীর পোস্টে এমন প্রশ্নও করেছেন কেউ কেউ। তাদের উদ্দেশে সামান্থার বক্তব্য, তার সম্পর্কে খুঁটিনাটি জানতে তার সমাজমাধ্যমে যেন চোখ রাখেন তারা। সেখানেই সব কিছু প্রকাশ করা হবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!