AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার কনসার্টে ১০ জন পদপিষ্ট


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৪৮ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
এবার কনসার্টে ১০ জন পদপিষ্ট

পশ্চিমবঙ্গের কালনায় সংগীতানুষ্ঠানে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হলো দর্শকদের। অনুষ্ঠানে আসা দর্শকদের চাপে পদপিষ্ট হয়ে ১০ জন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দু’জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, কালনায় চলছে খাদ্য ও পিঠাপুলি উৎসব। রোববার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে মঞ্চে গান করতে ওঠেন সংগীতশিল্পী জোজো। এ সময় বলিউডর গায়িকা পলক মুচ্ছলও উপস্থিত ছিলেন। এ কারণেই দর্শক-শ্রোতার উপচে পড়া ভিড় ছিল। এ ভিড় সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুষ্ঠানে প্রবেশের গেট বন্ধ করে দেয়া হয়। এ সময় বাইরে থেকে অনেক দর্শক-শ্রোতা ভেতরে প্রবেশের চেষ্টা করে। আবার অনেকেই ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে। এ অবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়। ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জও করে। এ সময়ই আহত হয় অনেকে। এর মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Jojo Show: ‍‍`পুষ্পা-২‍‍` ও ‍‍`গেম চেঞ্জার‍‍`-এর প্রিমিয়ারের পর কালনায় জোজোর  অনুষ্ঠানে পদপিষ্ট ১০, আশঙ্কাজনক ২, বায়োস্কোপ নিউজ

এদিকে এ ঘটনার ব্যাপারে সংগীতশিল্পী জোজো জানিয়েছেন, তার অনুষ্ঠানে দর্শকদের বেশি ভিড় হওয়া স্বাভাবিক ব্যাপার। বিষয়টি পুলিশ-প্রশাসনের নজরে আসার পর তারা খালি করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু কালনার ওই মাঠে এত ভিড় হয়েছিল যে, তা বলে বোঝানো সম্ভব নয়। শনিবার হাওড়ার ফুলমেলার অনুষ্ঠানেও অনেক ভিড় হয়েছিল। উদ্যোক্তারা বুঝতে পেরেছিলেন বলে বাঁশের ব্যারিকেডের পরিবর্তে লোহার ব্যারিকেড দিয়েছিলেন।

জোজ জানান, রোববার (১২ জানুয়ারি) যা হয়েছে এর পেছনে দুটি কারণ। প্রথমত, দীর্ঘদিন পর কালনায় গিয়েছিলেন তিনি। এ জন্য তাকে দেখার ক্রেজ ছিল সবার। দ্বিতীয়ত, সেখানে তিনি ছাড়াও বলিউড তারকা পলক মুচ্ছল ছিলেন। আর বলিউড তারকাদের সবসময়ই একটা চাহিদা তাকে। কালনার ওই মাঠ বেশ বড়ও ছিল, এরপরও তা ভর্তি ছিল। অর্থাৎ, অনুষ্ঠান ঘিরে জনসমুদ্র ছিল।

তিনি বলেন, কালনায় এত মানুষ আছেন তা আশা করতে পারিনি। উদ্যোক্তরা গেট বন্ধ করে দিয়েছিলেন। একসময় দেখতে পাই দেয়ালও ফাঁকা নেই। একজন নারীকে পাঁচিলের ওপর দেখলাম। আমি না এলে নাকি তিনি নামবেন না। পরে সেখানে যাই, হাত নাড়ি। তারপর নামেন তিনি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!