দর্শকদের বেশ বড় চমক দিতে চলতি বছরে আসছে জেমস ক্যামেরনের অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ডিজনি সম্প্রতি প্রকাশ করেছে সিনেমাটির কনসেপ্ট আর্ট, যা দর্শকদের পরিচয় করিয়ে দেবে ফ্রাঞ্চাইজির বিস্তৃত মহাবিশ্বের সঙ্গে।
সিনেমার নতুন কনসেপ্ট আর্টে ডিলান কোল এবং স্টিভ মেসিংয়ের চিত্রে উন্মোচিত হয়েছে ছবির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য। যেমন, উপকূলীয় উপজাতিদের সঙ্গে তুলকুন উপজাতিদের একত্রিত করা এবং আকাশে উড়ন্ত এলিয়েন হট এয়ার বেলুনের চিত্র।
আরও একটি নতুন উপকূলীয় উপজাতি ‘অ্যাশ পিপল’ এবং তাদের রহস্যময় গ্রামও তুলে ধরা হয়েছে ছবিটির কনসেপ্ট আর্টে। এ সিনেমার মাধ্যমে নির্মাতা জেমস ক্যামেরুন প্যান্ডোরা বিশ্বের দুটি নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং আগুনের প্রতীকী গুরুত্ব ছবির মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরবেন।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :