বছরের শুরুতেই বড় উপহার পেলেন মাধুরী দীক্ষিত। নতুন বছরে নায়িকার গ্যারেজে নতুন বিলাসবহুল গাড়ি। যে গাড়ির দাম ৬ কোটি। একটি লাল রঙের ফেরারি 296 GTS Rosso Corsa-এ চেপে শোরুম থেকে ফিরলেন ধক ধক গার্ল।
আসলে নতুন বছরে স্ত্রী মাধুরীকে খুশি করতে একটি বিলাসবহুল গাড়ি কেনেন ডাক্তার স্বামী শ্রীরাম নেনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় মাধুরী নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন কালো রঙের একটি ড্রেস পরে। সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। তিনি পরেছিলেন সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট। লাল গাড়ি কিনে সেই গাড়িতে স্ত্রীকে নিয়ে ফেরেন তিনি। ইনস্টাগ্রামে এরইমধ্যে ভাইরাল হয়েছে দম্পতির গাড়ি কেনার মুহূর্ত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :