AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাইফ আলী খানকে ছুরিকাঘাতের সন্দেহে একজন আটক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪১ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
সাইফ আলী খানকে ছুরিকাঘাতের সন্দেহে একজন আটক

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে ওই ব্যক্তি ছুরিকাঘাতে সরাসরি জড়িত কিনা, কিংবা সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি তিনিই কি না, তা এখনো নিশ্চিত নয়। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, মুম্বাইয়ে সাইফ আলী খানের বাসায় ছুরিকাঘাতের ঘটনার একদিন পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে তাকে হেফাজতে নেয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হচ্ছে। তাকে দেখাচ্ছিল বেশ বিধ্বস্ত। তবে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ছুরিকাঘাত এবং অনুপ্রবেশের ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়নি।

সূত্র জানায়, গতকালের ঘটনার পর বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। পুলিশ ধারণা করছে, তিনি ধরা পড়ার হাত থেকে বাঁচতে পালানোর আগে পোশাক পরিবর্তন করেছেন।

পুলিশ এ মামলার তদন্তে ২০টি দল গঠন করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার জন্য প্রযুক্তিগত তথ্য সংগ্রহ এবং নিজস্ব গোয়েন্দা সোর্স ব্যবহার করছে। তারা আশা করছেন, দ্রুতই এ ঘটনার জট খুলবে এবং প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে।

এদিকে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অভিনেতা সাইফ আলি খানের সফল অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বিট্রিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। চিকিৎসকরা বলছেন, তিনি এখন বিপদমুক্ত এবং দ্রুত সুস্থ হচ্ছেন। যদিও ৫৪ বছর বয়সী অভিনেতার মেরুদণ্ড, ঘাড় এবং হাতে ছুরিকাঘাত গুরুতর; তবুও যথাসময়ে অস্ত্রোপচার হওয়ায় বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন।

সাইফের অস্ত্রোপচার করা একজন চিকিৎসক নীতিন ডাঙ্গে বলেন, মেরুদণ্ডে ছুরিকাঘাতের কারণে তার থোরাসিক স্পাইনাল কর্ডে বড় ক্ষত হয়েছে। ছুরির টুকরো অপসারণের জন্য এবং মেরুদণ্ডে জমাট বাধা তরল পদার্থ বের করার জন্য অস্ত্রোপচার করা হয়েছে।

সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

 

একুশে সংবাদ/ক.ব/এনএস

Link copied!