AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহনূরকে বাদ দিলো শিল্পী সমিতি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৭ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
শাহনূরকে বাদ দিলো শিল্পী সমিতি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা শাহনূরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নিয়মিত সভায় অনেকদিন ধরে অনুপস্থিত থাকার কারণে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মিশা সওদাগর।

জানা গেছে, ২০২৪-২৬ মেয়াদের শিল্পী সমিতির কমিটিতে কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিত হন চিত্রনায়িকা শাহনূর। কিন্তু গেল ১৯ জানুয়ারি তার স্থলাভিষিক্ত করা হয় অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তিকে। এদিন সমিতির কার্যালয়ে অভিনেত্রীকে শপথ পড়ান সভাপতি মিশা সওদাগর। এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের একাধিক সদস্য।

বিষয়টি নিয়ে ডি এ তায়েব জানান, বেশ কয়েকমাস ধরেই সমিতির সঙ্গে কোনো যোগাযোগ নেই শাহনূরের। নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর চিঠি দেওয়া হলেও নায়িকার তরফ থেকে চিঠির জবাব না পাওয়াতে তার অনুপস্থিতিতে পদটি শূন্য থাকে। মূলত সেখানেই মুক্তিকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেয় বর্তমান কার্যনির্বাহী পরিষদ।

এদিকে বর্তমানে আমেরিকা অবস্থান করছেন তিনি। কমিটির এমন সিদ্ধান্তে ভীষণ অবাক দেশের একটি গণমাধ্যমে শাহনূর বলেন, অনেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে আমার। সে কারণে ‘যোগাযোগ নেই’ এ কথার তীব্র প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, আমেরিকায় একটি মানবাধিকার সংস্থার শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছি আমি। ফলে গেল তিন মাস ধরে এখানে থাকার কারণে শিল্পী সমিতির কোনো মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি। কিন্তু আমেরিকা আসার আগে সভাপতির অনুমতি নিয়েই এসেছি।

তিনি আরও বলেন, জয় চৌধুরী, নানা শাহ, সনি রহমানসহ অনেকের সঙ্গেই নিয়মিত কথা হচ্ছে আমার। তাহলে কেন বলা হচ্ছে যে, কারও সঙ্গে আমি যোগাযোগ করিনি? এরকম মন্তব্যে অবাক হয়েছি আমি।

বিষয়টির সত্যতা জানতে মিশা সওদাগরের ব্যবহৃত ফোন নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায় সেটি। বিষয়টি নিয়ে ডি এ তায়েব বলেন, তিনি (শাহনূর) যদি প্রেসিডেন্টের অনুমতি নিয়ে আমেরিকায় যান তাহলে সভায় প্রেসিডেন্ট সেটি উত্থাপন করলেন না কেন, এটি তিনিই ভালো বলতে পারবেন।

অন্যদিকে শাহনূরের সঙ্গে সমিতির সাংগঠনিক সম্পাদকর জয় চৌধুরীর যোগাযোগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা।


একুশে সংবাদ/ এস কে 

Link copied!