ঢাকার নিকটবর্তী টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনীর দোকানের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির। তবে তার যাওয়ার খবরে এলাকাবাসীর একাংশের বিরোধিতার কারণে অনুষ্ঠানে তার উপস্থিতি বাতিল করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এরই মধ্যে রোববার (২৬ জানুয়ারি) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এদিকে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে ঘটনার নিন্দা জানান।
‘মহানগর’ সিরিজ খ্যাত এই নির্মাতা তার পোস্টে লিখেছেন, “অন্তর্বর্তী সরকারকে কাজের সরকার হতে হবে। শিল্পী ও সৃজনশীল মানুষদের সম্মান রক্ষা করাও একটি রাষ্ট্রের দায়িত্ব।”
তার এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
এদিন বেলা তিনটার দিকে আশফাক নিপুণ লিখেছেন, ‘মবের প্রতিবাদের মুখে পরীমণির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তার বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেপ্তারের আদেশ জারি বড়ই কাকতালীয়, সরকার।’
তিনি লিখেছেন, ‘আবার সাজাপ্রাপ্ত দাগী আসামি সবার জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালীয় না। ঠিক যেমন আদিবাসীদের ওপর সভেরন্টি গ্রুপের হামলাও কাকতালীয় না, আবার নারী অভিনেতাদের তথাকথিত “মব”র প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় না।’
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :