‘খাদান’ ঝড় এখনও থামেনি। এখনও রমরমিয়ে চলছে দেবের ছবি। এর মধ্যেই ফের দেবের পরবর্তী ছবিতে জায়গা করে নিলেন ইধিকা পাল। ‘রঘু ডাকাত’ ছবিতেও বিশেষ চরিত্রে তিনি। তবে এখনই চরিত্র নিয়ে বেশি কিছু বলতে রাজি নন অভিনেত্রী।
ছোট পর্দা থেকে সফর শুরু। সেখান থেকে দেবের নায়িকা। বর্তমানে অনুরাগীরা ‘কিশোরী’ নামেই তাঁকে বেশি চিনছেন। আর এর মধ্যেই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন ইধিকা। কী ভাবে এল এই সুযোগ? আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, “আমিও সদ্যই জানতে পেরেছি। কোনও ধারণা ছিল না। তবে আমার মনে হয়, এই সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও না বলত না। অথবা দু’বার ভেবেও দেখত না। হঠাৎই এই প্রস্তাব আসে। আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটুকু বলতে পারি, এ ছবিও দর্শকের ভাল লাগবে।”
ছবির শুটিং কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও কোনও পরিকল্পনা হয়নি। জানান ইধিকা। আপাতত নতুন ছবিতে সুযোগ পেয়ে উত্তেজিত অভিনেত্রী। তাঁর কথায়, “আমি খুব খুশি। খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটাও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই। দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটাও খুব ভাল করে করতে হবে।”
‘খাদান’ ছবির সাফল্য নিয়েও উচ্ছ্বসিত ইধিকা। হাসতে হাসতে বলেন, “আগে বাংলাদেশে আমার নাম ‘প্রিয়তমা’ হয়ে গিয়েছিল। এখন আমার নামটা বদলে গিয়েছে। এখন যেখানেই যাচ্ছি, সকলে ‘কিশোরী’ বলে ডাকছেন। ভাল লাগছে নতুন নাম পেয়ে।” ‘রঘু ডাকাত’ ছবিতে ইধিকা ছাড়াও রয়েছেন টলিপাড়ার আর এক অভিনেত্রী সোহিনী সরকার। তাঁর সঙ্গেও ছবি ভাগ করে নিয়েছিলেন দেব। ইধিকার কথায়, “সোহিনীদির সঙ্গে এই প্রথম কাজ। এর আগে সেই ভাবে কোথাও দেখা হয়নি। তবে সোহিনীদি খুব ভাল। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ ওর। আশা করছি, একসঙ্গে কাজ করে আমরা মনে রাখার মতো বহু মুহূর্তের সাক্ষী থাকব।”
২০২১ সালে প্রথম ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা হয়েছিল। বড় বাজেটের ছবি বলেই নাকি এর কাজ শুরু হতে সময় লাগছিল। ‘খাদান’-এর সাফল্যের পরে ফের চর্চায় উঠে এসেছে দেবের ‘রঘু ডাকাত’। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :