বলিউডে অল্প কিছু সিনেমায় অভিনয় করেই পরিচিতি পান অভিনেতা নীল নিতিন মুকেশের। ক্যারিয়ারে সেভাবে বক্সঅফিসে হিট সিনেমা না থাকলেও কিছু চরিত্রের কারণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার আরেকটি পরিচয় হলো, বলি ইন্ডাস্ট্রির কিংবদন্তি গায়ক মুকেশের ছেলে তিনি। এবার জানা গেল, বিমানবন্দরে আটক হন অভিনেতা।
বলিউডের কিংবদন্তি গায়ক মুকেশের ছেলে নীল নিতিন মুকেশ। সে সূত্র ধরে অনেক সঙ্গে থেকেই বিনোদন দুনিয়ার সঙ্গে যোগাযোগ ছিল তার। এবার নীল এক সাক্ষাৎকারে বিমানবন্দরে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন নীল। তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিল, তার ভারতীয় পাসপোর্ট ঘিরেই তৈরি হয় নানান প্রশ্ন। অভিনেতা যে ভারতীয় নাগরিক সেটাই মেনে নিতে পারছিল না নিউ ইয়র্ক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনা নিয়ে নীল নিতিন মুকেশ বলেন, আমি যখন ‘নিউ ইয়র্ক’ সিনেমাটি করছিলাম সেসময়ই নিউ ইয়র্ক বিমানবন্দরে আমাকে আটক করা হয়েছিল। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল যে আমি ভারতীয়। আমার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল তারপরেও নানান বিতর্ক হয়। সেসময়ে আমাকে আটক করা বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি।
অভিনেতার জানান, জিজ্ঞাসাবাদ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি নীল তার পরিচয় স্পষ্ট করার অনুমতি দেয়ার আগে তাকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়েছিল।এরপর নীল বলেন, চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, তোমার কী বলার আছে? তখন আমি শুধু বললাম, আমাকে গুগল করুন। তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমাকে আমার উত্তরাধিকার, আমার দাদা এবং বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।
সম্প্রতি নীল অভিনয় করেছেন ‘হিসাব বারাবার’ সিনেমায়। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে আর মাধবনের পাশাপাশি অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :