AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিনেত্রী বার্বি হসু নিউমোনিয়ায় মারা গেলেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
অভিনেত্রী বার্বি হসু নিউমোনিয়ায় মারা গেলেন

তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন। রোববার (২ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়। মৃত্যুকালে ৪৮ বছর বয়স হয়েছিল এই অভিনেত্রীর। অভিনেত্রীর বোন ডি হসু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর বোন এক বিবৃতিতে বলেন, জাপান সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। চন্দ্র নববর্ষের সময় আমাদের পরিবার ছুটি কাটানোর জন্য জাপান এসেছিল। এখানে দুর্ভাগ্যবশত আমার বোন নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ কারণে মৃত্যু হয়েছে তার।

এছাড়া অভিনেত্রী বার্বি হসু আগে থেকেই মৃগীরোগ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃগী থেকে খিঁচুনির কারণ আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে রোববার হঠাৎ করেই সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তার মৃত্যুর খবর আসে।

এ অভিনেত্রী মৃত্যুকালে তার স্বামী দক্ষিণ কোরীয় সংগীতশিল্পী ডিজে কু এবং আগের পক্ষের দুই সন্তানকে রেখে গেছেন। এর আগে ২০২১ সালে চীনা ব্যবসায়ী ওয়াল জিয়াওফির সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন বার্বি হসু।

২০০১ সালে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘মেটিওর গার্ডেনে’ অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে তারকা খ্যাতি লাভ করেন বার্সি হসু।

একুশে সংবাদ/ এস কে

Link copied!