AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেসব তারকারা পেলেন ‘গ্র্যামি পুরস্কার’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:২৭ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
যেসব তারকারা পেলেন ‘গ্র্যামি পুরস্কার’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় আমেরিকার সবচেয়ে সম্মানজনক এই সঙ্গীত পুরস্কার। ‘কাউবয় কার্টার’ অ্যালব্যামের জন্য ২০২৫ বর্ষসেরা পুরস্কার জিতে নেন সঙ্গীতশিল্পী বিয়ন্সে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এ বছর প্রথমবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে ইতিহাস গড়েছেন বিয়ন্সে। যদিও এর আগেও তিনি সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার জিতেছেন, এবারই প্রথম এই বিশেষ স্বীকৃতি পেলেন ‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্য।

অন্যদিকে, কেনড্রিক লামার তার ‘নট লাইক আস’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সং অব দ্য ইয়ার’—দুই পুরস্কারই জিতেছেন। সব মিলিয়ে পাঁচটি গ্র্যামি জিতে রাতের সবচেয়ে বড় জয়ী তিনি

৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ীরা:
রেকর্ড অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’ – কেনড্রিক লামার
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘কাউবয় কার্টার’ – বিয়ন্সে
সং অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’ – কেনড্রিক লামার
বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোন

বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘এক্সপ্রেসো’ – সাবরিনা কার্পেন্টার
বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’ – লেডি গাগা ও ব্রুনো মার্স
বেস্ট রক পারফরম্যান্স: ‘নাউ অ্যান্ড দেন’ – দ্য বিটলস
এছাড়াও আরও ৮৫টি ক্যাটাগরিতে সঙ্গীত শিল্পীদের সম্মানিত করা হয়েছে।

গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে এবারের গ্র্যামি আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে নির্ধারিত সময়েই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পরিবেশনা ছিল ‘আ লাভ এল এ’। 

লেডি গাগা ও ব্রুনো মার্সও তাদের পারফরম্যান্স উৎসর্গ করেন ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে। এছাড়া, প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে স্মরণ করে একটি আবেগঘন পরিবেশনা উপস্থাপন করা হয়।

গ্র্যামির মঞ্চে আরও ঝড় তোলেন শাকিরা, বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার ও দ্য উইকেন্ড। আর টানা পঞ্চমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া। এই বর্ণাঢ্য আয়োজনে সঙ্গীতপ্রেমীরা পেলেন দারুণ এক রাত, যেখানে গানের জয়গান আর প্রতিভার সম্মাননা একসূত্রে গাঁথা হলো।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!