ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। আর এই খেলা পছন্দ করে না খুব কম মানুষই আছে। প্রায় সময়ই ক্রিকেট গ্যালারিতে দেখা যায় বলিউড তারকাদের ঢল।
ক্রিকেটপ্রেমী বচ্চন পরিবার।প্রায়ই ক্রিকেট গ্যালারিতে দেখা মিলে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত জয়ী হওয়ায় আনন্দ উদযাপন করতে গিয়েছিলেন বাবা-ছেলে।ম্যাচ জয়ের পর মুম্বাইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন দুজন।
এরই মাঝে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, অমিতাভ বচ্চন একটি সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন, আর অভিষেক পরেছিলেন জার্সি। মাদ্রাজ ক্যাফে থেকে বেরিয়ে আসার সময় ছোট্ট একটা দুর্ঘটনার সম্মুখীন হন জুনিয়র বচ্চন।দরজার শাটার অর্ধেক বন্ধ রাখা হয়েছিল।আর সেটি তুলে তারা বেরিয়ে আসছিলেন। তখনই হঠাৎ করে শাটারটি এসে মাথায় পড়ে জুনিয়র বচ্চনের। যদিও খুব বেশি আঘাত লাগেনি।
অভিষেক বচ্চন অভিনয়ের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও বেশ সক্রিয়। তিনি প্রো কাবাডি লিগের দল জয়পুর পিংক প্যান্থার্সের মালিক। এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে, ভারতে কিছু কাবাডি খেলোয়াড় তার চেয়েও বেশি পারিশ্রমিক পান।
তাছাড়াও অভিষেক বচ্চনকে ইদানীং পর্দায় ততটা কাজ করতে দেখা যাচ্ছে না। তার সর্বশেষ কাজ ছিল `আই ওয়ান্ট টু টক`।
অন্যদিকে, অমিতাভ বচ্চনকে সর্বশেষ কাজ করতে দেখা গেছে পরিচালক নাগ অশ্বিনের ছবি `কল্কি ২৮৯৮ এডি`তে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :