বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুঃসাহসিক খেলা ‘বাঞ্জি জাম্পিং’ এ যোগ দিতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েছেন নোরা ফাতেহি । পাহাড়ের খাদে পড়ে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে নেটদুনিয়ায়।
লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে কিছুদিন আগেই বেচে ফিরেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। জন্মসূত্রে কানাডার নাগরিক নোরা ফাতেহি । কিন্তু নাচের জন্য ভারতে তার আকাশছোয়া জনপ্রিয়তা। তার নাচের ভক্ত অনেকেই।
সাম্প্রতিক সময়ে সেলিব্রিটিদের নিয়ে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ে, তাই এ ধরনের তথ্য যাচাই করা জরুরি। ইনস্টাগ্রামে একটি পেজ থেকে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, নোহার মৃত্যুর গুজবকে কেন্দ্র ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যায়, এক নারী বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান। তার মুখ অস্পষ্ট। আর এই ভিডিও নিয়ে দাবি করা হয়, ইনি হলেন নোরা ফাতেহি, যিনি এই দুর্ঘটনায় মারা গেছেন। ক্যাপশনে লেখা হয়,‘বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে নোরার টিম। খবরটি ভুয়া ও গুজব বলে জানিয়েছে অভিনেত্রীর টিম। তারা বলছে, ভাইরাল হওয়া সেই ভিডিওতে ছিলেন অন্য এক মেয়ে, সেটা নোরা ফাতেহি নন। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, নোরা একেবারে সুস্থ ও নিরাপদে রয়েছেন।
অন্যদিকে, বর্তমানে সিনেমা আর নাচ নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি বলিউডে একদশক পূর্ণ করেছেন নোরা ফাতেহি। সিনেমায় কিছু আইটেম গানে নাচ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নোরা ফাতেহি বর্তমানে তার ক্যারিয়ার ও বলিউডে ১০ বছর পূর্তি উদযাপন করছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :