দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী তার স্বতন্ত্র অভিনয় শৈলী এবং ছিমছাম পোশাকের জন্য দর্শকের কাছে বেশ প্রশংসিত। সম্প্রতি তিনি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা `থান্ডেল`-এ কাজ করছেন, যেখানে নাগা চৈতন্য তার সহ-অভিনেতা।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা মানেই বক্স অফিস তোলপাড়। তার পরিচালিত সিনেমা ‘অর্জুন রেড্ডি’ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রথম সিনেমা `অর্জুন রেড্ডি`তে প্রীতি চরিত্রের জন্য সাই পল্লবীকে বিবেচনা করা হয়েছিল।
সন্দীপ ভেবেছিলেন, ‘অর্জুন রেড্ডি’ ছবিতে প্রীতি চরিত্রের জন্য সাই পল্লবীই উপযুক্ত। কিন্তু সেটি আর হয়নি। অনুষ্ঠানে এই পরিচালক বলেন, কেরলের একজন অভিনেতাকে বলেছিলাম, আমি একটি সিনেমা তৈরি করছি যেখানে নায়িকা হিসেবে থাকবেন সাই পল্লবী।
অভিনেতা উল্লেখ করেছিলেন যে, সাই পল্লবী ছোট পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না, তাই তাকে সেই প্রকল্প থেকে বাদ দেয়া হয়েছিল। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবং বিপরীতে ছিলেন অভিনেত্রী শালিনী পাণ্ডে।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেন, ‘নতুন নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে থাকেন অভিনেত্রীরা। কিন্তু সাই পল্লবী একেবারেই নিজেকে পরিবর্তন করেননি। সেটা দেখে খুব ভালো লাগে।’ সাই পল্লবী সবসময়ই সাদামাটা পোশাক পরিধান করেন এবং খোলামেলা পোশাকে অভিনয় করা থেকে বিরত থাকেন। কিন্তু তার এই সিদ্ধান্তের পেছনে একটি ঘটনা রয়েছে, ট্যাঙ্গো নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি সামাজিক যোগােযাগ মাধ্যমে কটূক্তির শিকার হন, যা তাকে ব্যথিত করে এবং তিনি সেই সময়ে সিদ্ধান্ত নেন যে, আর কখনোই আঁটসাঁট পোশাকে পর্দায় আসবেন না।
সাই পল্লবীর এই সিদ্ধান্ত এবং তার অভিনয় শৈলী তাকে দক্ষিণী সিনেমার অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। `থান্ডেল` সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাবে। এই সিনেমার পারিশ্রমিক হিসেবে সাই পল্লবী ৫ কোটি রুপি নিয়েছেন, যা তার পূর্ববর্তী সিনেমা `আমরণ`-এর ৩ কোটি রুপি পারিশ্রমিকের তুলনায় প্রায় দ্বিগুণ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :