AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাস্টিন বিবারের সংসার ভাঙনের সুর!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:২৪ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
জাস্টিন বিবারের সংসার ভাঙনের সুর!

জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার ও হেইলি বিবার ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৪ সালের আগস্টে তাদের প্রথম সন্তান জ্যাক ব্লুজ বিবারের জন্ম হয়। তবে এর আগেও সেলেনা গোমেজের সঙ্গে আট বছর সম্পর্কে ছিলেন কানাডিয়ান এই গায়ক। বাবা হওয়ার সুখবরের ৫ মাস পরেই গায়ক জড়ালেন মাদকের জালে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

২০২৪ সালের জানুয়ারিতে হেইলি তার ইনস্টাগ্রাম থেকে জাস্টিনের সাথে তোলা বেশ কিছু ছবি মুছে ফেলেন, যা তাদের বিচ্ছেদের ইঙ্গিত করেছে। তবে, ২০২৫ সালের জানুয়ারিতে জাস্টিন একটি সেলফি শেয়ার করেন, যেখানে তিনি হেইলির গলায় চুমু খাচ্ছেন। এই ছবি দেখে অনেকে মনে করছেন, তাদের সম্পর্ক এখনও মজবুত।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিপর্যস্তরূপে দেখা যায়  জনপ্রিয় এ তারকাকে। ভক্তদের কাছে স্পষ্ট যে, তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত।

মার্কিন সংবাদমাধ্যম জানায়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার। আর সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন এবং এই সমস্যার জেরে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে পড়ে।হেইলি নাকি বিবারের অতিরিক্ত মাদকসেবন ও অস্বাভাবিক আচরণকে বিচ্ছেদের মূল কারণ হিসেবে দেখছেন। তাদের পাঁচ মাসের সন্তানের ওপর বাবার প্রভাব যাতে না পড়ে, সেজন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।

জানা যায়, বিচ্ছেদের জন্য তিনি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইতে পারেন। এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াও খ্যাতনামা এই তারকার মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। তবে এই বিষয়টি নিয়ে তারকা দম্পতি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!