দুই বাংলার জনপ্রিয় তারকা সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। তবে এসব নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে চান না মিথিলা। ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে বরং কাজ নিয়েই কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বিশেষ করে মিথিলার সাবেক স্বামী গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনা-সমালোচনায় অভিনেত্রী।
কিন্তু সেই সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। তাহসানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন মিথিলা। তাদের সংসার সুখেই চলছিল। কিন্তু হঠাৎ করেই সেই সুখের সংসারে ভাঙন দেখা দিয়েছে। শোনা যায় এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না অভিনেত্রী। ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন। এমনকি বিচ্ছেদের কথা চলছে।
যদিও অভিনেত্রীকে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। অনেকেরই প্রশ্ন—আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা? এর আগে সৃজিতও সাবেক প্রেমিকাকে বুকে টেনে `অতীতের হিসাব-নিকাশ` জানতে চেয়েছিলেন। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও ওঠে তুঙ্গে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা তার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’-র প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৃজিতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন আসে। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ মিথিলা। স্পষ্ট ভাবেই জানান, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চান না।
মিথিলা বলেন, ‘আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেই সেই কথাগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়বে এবং সেগুলো আবার প্রসঙ্গের বাইরে গিয়ে নানান আলোচনার জন্ম দিবে। তাই আমি ঠিক করেছি, এই বিষয় নিয়ে আর কিছু বলব না।
মিথিলা আরও বলেন, ‘বরং সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন, তা নিয়ে কথা বলতে পারেন। সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত,সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জ্বলে জ্বলে তারা’-তে সার্কাস কন্যা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা ও হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :