বলিউড বাদশা শাহরুখ খান ২০২৩ সালে টানা তিনটি ব্লকবাস্টার সিনেমা দিয়ে দারুণভাবে কামব্যাক করেন। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—এই তিন সিনেমার সাফল্যের পর দীর্ঘ চার বছরের বিরতিতে ছিলেন তিনি। বর্তমানে নিজের প্রোডাকশন হাউজে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে কাজ করছেন কিং খান।
এদিকে শাহরুখ ভক্তদের জন্য এসেছে দারুণ খবর! শোনা যাচ্ছে, জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হু না’-এর দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি ছিল পরিচালক ফারহা খানের প্রথম সিনেমা, যেখানে শাহরুখ খান ছিলেন প্রধান চরিত্রে। এবারও ফারহা খানের পরিচালনায় আসছে এর সিক্যুয়েল। তবে সিনেমাতে শাহরুখ থাকবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।
‘ম্যায় হু না ২’ হবে ফারহা খানের কামব্যাক প্রোজেক্ট। প্রথম কিস্তিটি ছিল শাহরুখ ও গৌরী খানের প্রোডাকশন হাউজ রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রথম প্রযোজনা, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল।
পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, শাহরুখ খান এই প্রকল্প নিয়ে বেশ আগ্রহী। তবে তিনি সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছেন। ২০২৫ সালের মাঝামাঝি সময় তিনি প্রথম খসড়া শুনবেন, তারপরেই অভিনয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
‘ম্যায় হু না’ সিনেমাতে শাহরুখ খানের ক্যারিশমা, রোমান্স ও অ্যাকশন একসঙ্গে সেই সময়ের দর্শকদের মুগ্ধ করেছিল। বাণিজ্যিক সাফল্যের পর ফারহা খানের সঙ্গে আরও কয়েকটি সিনেমায় কাজ করেন কিং খান । এখন দেখার বিষয়, সিক্যুয়েলে তিনি থাকছেন কি না!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :