AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওটিটিতে প্রথমবারের মতো চিত্রাঙ্গদা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৪২ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
ওটিটিতে প্রথমবারের মতো চিত্রাঙ্গদা

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় চিত্রাঙ্গদা সিং। বি-টাউনে অনেকটাই এখন অনিয়মিত তিনি। তবে ভালো গল্প হলে আবারও নিয়মিত হতে চান এ গ্লামার গার্ল।  

এবার চিত্রাঙ্গদাকে প্রথমবারের মতো দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। সিরিজটির নাম ‍‍`খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার‍‍`, যেখানে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। যার এক ঝলক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। সিরিজটির প্রথম টিজার আসতেই রীতিমতো নড়েচড়ে বসেছেন সিনেপ্রেমীরা।

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ ও জিৎ এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি ২০০০ সালের কলকাতা এবং পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিত্বের টানাপোড়েন নিয়ে এক ক্রাইম থ্রিলার। এতে চিত্রাঙ্গদাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে।

টলিউডে নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। এ সিরিজের মাধ্যম আমি ওটিটি প্ল্যাটফর্মে ডেব্যু করতে যাচ্ছি, যা আমার জন্য অসাধারণ এক অনুভূতি। এ ছাড়া পরিচালক নীরজ পান্ডের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। এ অভিজ্ঞতাটি দারুণ। এখন সিরিজটি মুক্তির অপেক্ষায় আছি।’ 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!