AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিকটক তারকার রহস্যজনক মৃত্যু


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:২৬ এএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
টিকটক তারকার রহস্যজনক মৃত্যু

পাকিস্তানের ২২ বছর বয়সী জনপ্রিয় টিকটকার সীমা গুল। তবে টিকটকে সাইকো আরবাব নামেই পরিচিতি তার। প্ল্যাটফর্মটিতে অনুসারীর সংখ্যা প্রায় ৯ লাখ। এই টিকটক তারকার রহস্যজনক মৃত্যু হয়েছে। সাইকো আরবাব পাকিস্তানের পেশাওয়ার প্রদেশে বাড়ি। সেখানকার খাইবার পাখতুনখোয়ারের মেট্রোপলিটনের ওয়ারসাক রোড এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তরুণী টিকটকারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়।   

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। একইসঙ্গে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত পরবর্তী প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে।

প্রাথমিক ধারণা, কোনো পদার্থ অতিরিক্ত সেবন করেছিলেন সাইকো আরবাব। এ থেকে হয়তো মৃত্যু হয়েছে এই টিকটকারের। তার মৃত্যুর ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। স্থানীয় পুলিশ টিকটকারের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে। পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রেখেছে।

জানা গেছে, ওয়ারসাক রোডের বাসায় থাকাকালীন টিকটকারের অবস্থা খারাপ হয়। ২০টি ঘুমের ওষুধ সেবন করেছিলেন। এ কারণেই অকাল মৃত্যু হয়েছে সাইকো আরবাবের।

একুশে সংবাদ/ এস কে

Link copied!