শাহরুখ কন্যা সুহানা খান ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান গড়ে তুলছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু এবার গুঞ্জন উঠেছে, সুহানাকে পেছনে ফেলে নতুন এক তারকা সন্তানকে মন দিয়েছেন অগস্ত্য।
জানা গেছে, অগস্ত্যর সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের জনপ্রিয় তারকা ডিম্পল কাপাডিয়া ও রাজেশ খান্নার কন্যা রিঙ্কি খান্নার মেয়ে নওমিকা সরণ-এর। বলিউডে অভিষেকের আগেই নওমিকা বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। নানা তারকাসমৃদ্ধ পার্টি ও প্রিমিয়ারে তাকে নিয়মিত দেখা যায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত `স্কাই ফোর্স` সিনেমার প্রিমিয়ারে নানী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে হাজির হন তিনি। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়তেই তার প্রতি কৌতূহল আরও বেড়ে যায়।
গুঞ্জন আরও জোরালো হয়েছে, কারণ নওমিকা সরণ ও অগস্ত্য নন্দা একসঙ্গে বলিউডে ডেবিউ করতে চলেছেন। শোনা যাচ্ছে, পরিচালক জগদীপ সিধুর এক রোমান্টিক কমেডি ছবিতে ম্যাডক ফিল্মস ব্যানারের অধীনে তাদের প্রথমবার একসঙ্গে দেখা যাবে। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে এই খবরে বলিপাড়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, সুহানা খানও ব্যস্ত তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। সুজয় ঘোষ পরিচালিত এই স্পাই থ্রিলার ছবিতে তাকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে। ছবিতে সুহানার চরিত্রকে আরও শক্তিশালী করতে শাহরুখের জন্য বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্র লেখা হয়েছে।
সুহানা-অগস্ত্যর বিচ্ছেদের গুঞ্জন সত্যি কিনা, নাকি এটি নিছক জল্পনা—তা সময়ই বলে দেবে। তবে বলিউডে নতুন সম্পর্ক আর সিনেমার সংযুক্তি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :