ঢালিউড সুপারস্টার শাকিব খান শুধু দর্শকদেরই নয়, সহকর্মীদের কাছেও জনপ্রিয়। তার কাজের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা। সম্প্রতি দেশে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী প্রভা। সেখানেই তিনি নিজের ক্যারিয়ার,অভিনয় ও শাকিব খানের প্রসঙ্গে কথা বলেছেন।
প্রভা জানান, তিনি আগে শাকিব খানের সিনেমা দেখতেন না। তবে সর্বশেষ তার তিনটি ছবি দেখে মুগ্ধ হয়েছেন এবং নিজেকে শাকিবের ভক্ত হিসেবে দাবি করেন।
প্রভা আরও বলেন, “শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে ‘রাজকুমার’ সিনেমাটি দেখে মনে হয়েছে, তিনি সত্যিই অনেক পরিশ্রম করেছেন।”
শাকিবের সঙ্গে তার কোনো সিনেমায় কাজ না হলেও একবার ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা স্মরণ করে প্রভা বলেন, “শাকিব খান সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি সরাসরি বলেছিলাম—আপনি অনেক সুন্দর।”
প্রভাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বড় পর্দায় কাজের প্রস্তাব পেলেও এখনো সুযোগ হয়নি। “আমার ভাগ্য যেন বড় পর্দার জন্য সুপ্রসন্ন নয়। তবে ভবিষ্যতে সুযোগ এলে দেখা যাবে,” বলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি প্রভা এখন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন, যা বিশ্বের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ব্র্যান্ড ও ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই একাডেমিতে কাজ করতেও দেখা গেছে তাকে।
অভিনয় নাকি মেকআপ ক্যারিয়ার—ভবিষ্যতে কোনটি বেছে নেবেন প্রভা, সেটিই এখন দেখার বিষয়!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :