সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ভালোবাসা দিবসে তার নতুন গান ‘মন বুঝলি না’ প্রকাশ করতে যাচ্ছেন। গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, আর গীতিকার আবদার রহমান।
গানটি নিয়ে ইমরান বলেন, “মন বুঝলি না আমার অনেক পছন্দের একটি গান। অনেকদিন পর ফুয়াদ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। এটি তার সঙ্গে আমার দ্বিতীয় গান। এর আগে আমরা একসঙ্গে ‘ধোঁয়া’ গানটি করেছিলাম, যা শ্রোতারা দারুণ পছন্দ করেছিলেন।”
তিনি আরও জানান, “আমেরিকায় থাকার সময় গানটির পরিকল্পনা করি। এতে ভিন্ন ধরনের ড্যান্স ভাইব থাকবে। গানটিতে আরও কলাবোরেশন করেছেন সঞ্জয়।”গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা এবং এতে মডেল হিসেবে আছেন সুমনা।

এবার এ যাত্রায় ইমরানের সঙ্গী হয়েছেন সম্ভাবনাময়ী গ্ল্যামারাস মডেল সুমনা। এরই মধ্যে ইমরানের সঙ্গে তার দু’টি স্থিরচিত্র নেটদুনিয়ায় ছড়িয়েছে। বেশ রোমান্টিক মুডে এখানে দেখা মিলছে ইমরান-সুমনার।
গত বছরের ১০ ডিসেম্বর প্রকাশিত হয় ইমরান ও পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’, যা ইউটিউবে দীর্ঘদিন ট্রেন্ডিংয়ে ছিল। নতুন গান ‘মন বুঝলি না’ও দর্শক-শ্রোতাদের মন জয় করবে বলে আশা করছেন ইমরান।গানটি প্রকাশিত হবে ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে ভালোবাসা দিবসে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :