বলিউডের অন্যতম নামকরা এবং শক্তিশালী পরিবার হল দত্ত পরিবার। এই পরিবারে ভারতের প্রখ্যাত অভিনেতা সুনীল দত্ত এবং বিখ্যাত অভিনেত্রী নার্গিসের মতো ব্যক্তিত্ব আছেন, যারা বলিউডের ইতিহাসে অমর হয়ে আছেন। তাদের ছেলে, বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত।
১৯৮১ সালে `রকি` সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এবং ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই বিশাল সাফল্য অর্জন করেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সঞ্জয় দত্তকে। যিনি ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি `সাঞ্জু বাবা` নামেও পরিচিত। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক।
জানা যায়,ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। তার মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। এছাড়াও তিনি একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক এবং একটি ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা। বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমাতেও সমানতালে কাজ করছেন সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্তের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, বিশেষ করে তার `চকোলেট বয়` ইমেজ যা বহু তরুণীকে আকৃষ্ট করেছিল। এমনকি এক নারী ভক্ত তার মৃত্যুর আগেই সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে রেখে গিয়েছিলেন!
২০১৮ সালে সঞ্জয় দত্তকে পুলিশ জানায় যে, নিশা পাতিল নামে এক মহিলা, যিনি ১৪ দিন আগে মৃত্যুবরণ করেছেন। তিনি সঞ্জয়ের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন। এই খবর শুনে সঞ্জয় দত্ত অবাক হন এবং জানান, "সব সম্পত্তি মৃতার পরিবারকেই দেওয়া উচিত।" ব্যাংক থেকে সঞ্জয় দত্তের নাম নমিনিরূপে উল্লেখ থাকায় তিনি হতভম্ব হন। কিন্তু তবুও তিনি এ বিষয়ে কিছু দাবি করবেন না বলে স্পষ্ট করেন।
সঞ্জয় বলেন, "আমরা এমন মানুষের নাম শুনি, যারা আমাদের অনুসরণ করেন, উপহার দেন, কিন্তু নিশা যে কাজটি করেছেন তা আমাকে বাক্যহারা করেছে।"
আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় দত্ত একই অবস্থানে থাকেন। তিনি বলেন, "আমি যে কোনও আইনি পথ অবলম্বন করতে রাজি আছি যাতে সম্পত্তির অধিকার মৃতার পরিবার পায়।"
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :