এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি সৌন্দর্য ও অভিনয় দক্ষতায় ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন এবং তার স্টাইল ও অভিনয়ের জাদুতে দিন দিন মুগ্ধ হচ্ছে দর্শকরা।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করলেও অনেকেই ভাবেন যে মাহি টিকটক থেকে উঠে এসেছেন। তবে এটি পুরোপুরি ভুল ধারণা বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি বলেন, “আমি টিকটক শুরু করি কভিডের সময়। তখন ঘরে বসে অবসর কাটানোর জন্য প্ল্যাটফর্মটিতে ভিডিও বানাতে শুরু করি। ভালো সাড়াও পেয়েছিলাম। তবে তার অনেক আগে ২০১৪ সাল থেকেই আমি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। কভিডের পরবর্তী সময়ে নাটকে কাজ শুরু করি। তাই যারা ভাবেন, আমি টিকটক থেকে এসেছি তারা ভুল ভাবেন। এখন ব্যস্ততার কারণে টিকটক করার সময়ও হয় না।”
মাহি জানান, নাটকে অভিনয় শুরু করার পর খুব বেশি স্ট্রাগল করতে হয়নি । তিনি বলেন, “শুরুর দিকে স্ট্রাগল ছিল, তবে নাটকে আসার পর তা কমে যায়। কারণ প্রথম দিকের কিছু কাজ আমাকে ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে সাহায্য করেছে আর এর মধ্যে অন্যতম নাটক ‘গার্লস স্কোয়াড’।”
বর্তমানে মাহি ভালোবাসা দিবসের বিশেষ নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত নাটক ‘প্রশ্ন করো না’ মুক্তির অপেক্ষায় রয়েছে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :