ভালোবাসা দিবস এলেই শোবিজ অঙ্গনে ব্যস্ততা বেড়ে যায়। তারকারা নতুন নতুন রোম্যান্টিক নাটক ও শর্টফিল্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি এক অনুষ্ঠানে এই বিশেষ দিন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কুসুম সিকদার। এই দিন নিয়ে ব্যক্তিগতভাবেও অনেকের থাকে বিশেষ পরিকল্পনা। তবে ভক্তদের কৌতূহল একটাই—তারকারা ভালোবাসা দিবস কীভাবে উদ্যাপন করেন?
সিনেমার প্রযোজনা ও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী কুসুম সিকদার। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রযোজিত ও অভিনীত ছবি ‘শরতের জবা’। এখন কিছুটা অবসর সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ইভেন্টে লাল কাজ করা কামিজ পরে নজরকাড়া রূপে উপস্থিত ছিলেন কুসুম। খোশমেজাজে কথা বলার এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, ভালোবাসা দিবসের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা?
উত্তরে কুসুম বলেন, “১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনো কোনো প্ল্যান নেই, সত্যি। অনেক দেরি আছে।”তাকে মজার ছলে জিজ্ঞেস করা হয়, প্রেমের জন্য কি ডেট করতে যান?
হেসে কুসুম বলেন, “হ্যাঁ, যাই। দেশে, দেশের বাইরে—সব জায়গায়ই যাই!”
কিন্তু প্রেম ও বিয়ের প্রসঙ্গে আলোচনা এড়িয়ে যান তিনি, বরাবরের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি।তবে প্রেম নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।”
কুসুমের এই মন্তব্য শোবিজ মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে, অনেকেই একমত যে শিল্প ও সৃষ্টিশীলতার জন্য প্রেম ও আবেগ গুরুত্বপূর্ণ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :