আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক রণ রাজের নতুন সিনেমা `পরিচয় গুপ্ত`। সিনেমাটি প্রযোজনা করেছে `পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড` ও `পাণ্ডে মোশন পিকচার্স`। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার প্রতিভাবান অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
২০২৪ সালের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় এটি স্থগিত হয়ে যায়। গত বছর সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছিল এবং তারপর থেকেই সিনেমাটি মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকরা।
সিনেমাতে গল্পের প্রেক্ষাপট ১৯৫০ সালের, যেখানে জমিদার বাড়িতে একের পর এক খুনের ঘটনা ঘটতে থাকে এবং প্রতিটি মোড়ে নতুন রহস্যের উন্মোচন ঘটে। `পরিচয় গুপ্ত` একটি রহস্য-রোমাঞ্চধর্মী সিনেমা, যেখানে এক অন্ধ জমিদারের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও সিনেমাটিতে ইন্দ্রনীল সেনগুপ্ত একজন প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় রয়েছেন,যিনি জমিদার বাড়িতে অনুসন্ধানের কাজে এসে জড়িয়ে পড়েন নানা রহস্যে। সিনেমাটিতে ঋত্বিক ও ইন্দ্রনীল ছাড়াও অভিনয় করেছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য এবং রৌনক ভট্টাচার্য।
পরিচালক রণ রাজের মতে, "ছবির নাম থেকেই বোঝা যাচ্ছে কোনও কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে। সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয়। আর সেই নিয়ে পরিচয় গুপ্ত।"
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :