প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। অন্ত্রের অপারেশনের পর তার হার্ট অ্যাটাক হয়, যার ফলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এছাড়া, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ এই শিল্পী নিউমোনিয়াতেও আক্রান্ত। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে গিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নেন। বিভিন্ন চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডও নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ শে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী। বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে।
তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে -পাথরে পাথরে নাচে আগুন, যেতে হবে, ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলাম, স্বপনপুরে, অনেক নতুন বন্ধু হোক, হযবরল, দুই কানুর উপাখ্যান, আঁধার নামে ইত্যাদি। ২০১১ সালের মার্চে বেঙ্গল ফাউন্ডেশন থেকে তার অ্যালবাম "আমি বাংলায় গান গাই" প্রকাশিত হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :