AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার এক টিকিটে দেখা যাবে ১৪ নাটক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:১৭ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
এবার এক টিকিটে দেখা যাবে ১৪ নাটক

ঢাকার মঞ্চনাটকে দর্শক উপস্থিতি বাড়াতে এবং নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ‍‍`ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫‍‍` আয়োজন করা হচ্ছে। ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসবে এক টিকিটে ১৪টি নাটক উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।

২০০,৩০০ ও ৫০০ টাকায় প্রতিদিন টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক হাজার টাকা। অগ্রিম টিকিট সংগ্রহের জন্য ০১৭০১২২৪৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাটকগুলো মঞ্চস্থ হবে।

উৎসবের প্রথম পর্যায়ে ১৪ দিনব্যাপী এই আয়োজন চলবে, পর্যায়ক্রমে মোট ৮৫টি নাট্যদলের ৮৫টি নাটক নিয়ে ঢাকার বিভিন্ন মঞ্চে প্রদর্শনী হবে। এই উদ্যোগের মাধ্যমে মঞ্চনাটকের চর্চায় গতিশীলতা আনতে এবং দর্শক উপস্থিতি বাড়াতে কাজ করছে ‍‍`ঢাকা মহানগর নাট্য পর্ষদ‍‍`।

উৎসবের বিস্তারিত সময়সূচী এবং অংশগ্রহণকারী নাট্যদলগুলোর তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। নাট্যপ্রেমীদের এই উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!