AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাহসানের বিয়ে নিয়ে প্রথমবার কথা বললেন মিথিলা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৩৬ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
তাহসানের বিয়ে নিয়ে প্রথমবার কথা বললেন মিথিলা

চলতি বছরের শুরুতে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তিনি বিয়ে করেছেন মেকওভার শিল্পী রোজা আহমেদকে। 

তাহসানের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্ক ছিল, কিন্তু পরে ২০১৭ সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ  ঘটে। এরপর ২০১৯ সালে ওপার বাংলার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, অর্থনীতিবিদ। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র "অটোগ্রাফ" পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন।

তাহসানের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া জানতে ভক্তদের আগ্রহ ছিল ব্যাপক, কিন্তু তিনি বিয়ের বিষয়টি নিয়ে প্রথমদিকে কিছু বলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা স্পষ্টভাবে জানিয়ে দেন, তাহসানের বিয়ে তার ব্যক্তিগত বিষয়। সুতরাং, এতে কোনো মন্তব্য করার দরকার নেই।

মিথিলা বলেন, "বিয়ে নিয়ে আমার কিছু বলার নেই। এটা আমার ব্যক্তিগত বিষয়ও নয়, তাই আমি এ বিষয়ে কিছু বলব না।"

তিনি আরও জানান, বিচ্ছেদের পরও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। সন্তান আয়রার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, তিনি বলেন, "সন্তানের মানসিক স্বাস্থ্য আগে দেখতে হবে। তাহসানের সঙ্গে এখনও আমার কথা হয়, বিশেষ করে মেয়েকে নিয়ে।"
একুশে সংবাদ/ এস কে

Link copied!