টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন ১১ ফেব্রুয়ারি। তবে জন্মদিন উদ্যাপন শুরু হয়ে গিয়েছিল তার আগের দিন, ১০ ফেব্রুয়ারি! এদিন ছোট্ট কুকুরছানাকে দত্তক নিয়ে মিমি জানালেন, এটি তার পঞ্চম ‘সন্তান’।
তিনি হাসিমুখে জানান, "এর আগে আমি ক্যানসারে আক্রান্ত একটি সারমেয়কে দত্তক নিয়েছিলাম, যার নাম রেখেছিলাম ফেব্রুয়ারি। দুর্ভাগ্যবশত, তাকে বাঁচাতে পারিনি। এবার আবারও একটি ছোট সারমেয়কে দত্তক নিয়েছি এবং তার নামও দিয়েছি ফেব্রুয়ারি।"
মিমি বরাবরই সারমেয়প্রেমী এবং তার বাড়িতে বেশ কিছু সারমেয় ‘সন্তান’ রয়েছে। দত্তক নেওয়ার পর মিমি যখন ওই সংস্থায় উপস্থিত হন, তখন তার অন্যান্য সারমেয়রা তাকে ঘিরে ধরে আদর করে। সংস্থার কর্মীরা মিমির হাতে জন্মদিনের আগাম উপহার হিসেবে দুটো ফুলগাছের চারা তুলে দেন।
মধ্যরাতে, মিমির বন্ধুরা তার বাড়িতে এসে তাকে অবাক করে। ঘর সাজিয়ে রাখা হয় হলুদ-কালো বেলুন, ফেস্টুন দিয়ে এবং বিভিন্ন ধরনের কেক টেবিলে সাজানো হয়। মিমি সিক্যুইন গাউনে সেজে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
কেক কাটার পর মিমি বলেন,"তিনি জীবনে আরও অনেক আনন্দ, ভালবাসা, এবং... আরও টাকা চান"!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :