AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্ল্যাট থেকে গায়কের মরদেহ উদ্বার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
ফ্ল্যাট থেকে গায়কের মরদেহ উদ্বার

বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির একটি অ্যাপার্টমেন্ট থেকে ওড়িয়া ব়্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় ইতোমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে।  

অভিনব পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও ব়্যাপ জগতে ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। তার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন অভিনব। স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। মিথ্যা অভিযোগের মুখে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী হন। ময়নাতদন্তের পর তার দেহ ওড়িশায় পাঠানো হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।  

অভিনবের বাবা বিজয় নন্দ সিং ওড়িশার লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে তিনি পুলিশের কাছে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যেই এই মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।  

‘জাগারনট’ নামেই পরিচিত ছিলেন অভিনব সিং। তার ‘কটক অ্যান্থেম’ ব়্যাপ গান ওড়িশার যুবসমাজের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এ ছাড়াও শিল্পীর ব়্যাপগুলো স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করেই তৈরি করা হতো। সম্প্রতি তিনি এমসি টর (তন্ময় সাহু)-এর মতো স্থানীয় শিল্পীদের সঙ্গেও কাজ করেছিলেন।  

বিভিন্ন বিতর্কেও নাম জড়িয়েছিল এই ব়্যাপারের। ২০২৪ সালের অগস্টে ওড়িয়া অভিনেত্রী সুপ্রিয়া এক মিউজিক ভিডিও লঞ্চের অনুষ্ঠানে তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন। সেই ঘটনার তদন্ত শুরু হয়। 

এ ছাড়াও ভুবনেশ্বরের একটি হোটেলের ঘটনায় তার স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ হোটেলটি সিলগালা করে দেয়। অভিনব সিংয়ের মৃত্যু নিয়ে ইতোমধ্যেই ওড়িশা ও বেঙ্গালুরু, দুই জায়গাতেই তদন্ত চলছে। 

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!