AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যৌনতার প্রতীক হিসাবে ‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশীর প্রদর্শন!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৪৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
যৌনতার প্রতীক হিসাবে ‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশীর প্রদর্শন!

গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও বছর ৬৪-এর অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের! 

কী ভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়? গানমুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটাগরিকেরা। প্রবল রোষের মুখে পড়তে হয় উর্বশীকে। কেউ কেউ তো কুরুচিকর বলে দাগিয়ে দেন। বলা হয়, ৃশুধু এই নাচ না ‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশীকে যৌনতার প্রতীক হিসেবেই দেখানো হয়েছে মাত্র। এই প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘‘যখন একটি ছবির জন্য আমি চুক্তিবদ্ধ হই তখন সবটা পরিচালকের উপর ছেড়ে দিই। যখন একটা চরিত্র লেখা হয়, তা চিত্রনাট্যের কথা মাথায় রেখেই লেখা হয়। আমি খুব বেশি নাক গলাই না পরিচালকের কাজে। এক বার ছবির জন্য রাজি হয়ে গেলে পরিচালককে প্রশ্ন করি না। যে কোনও ছবির প্রধান হলেন পরিচালক, তার স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা ঠিক নয়।’’

সমালোচনা হলেও নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য এলে তার কাঁটাছেড়া হবে বলেই দাবি তার।


একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!